টিকা নিয়েও সপরিবারে করোনা আক্রান্ত এমপি কেরামত

টিকা নিয়েও সপরিবারে করোনা আক্রান্ত এমপি কেরামত

টিকা নিয়েও সপরিবারে করোনা আক্রান্ত এমপি কেরামত

ওইদিনই এমপি ও তার সহধর্মিণী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবং মেয়ে ২৭ মার্চ ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জার্নাল ডেস্ক

টিকা নেওয়ার দেড়মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী (৬৭), তার স্ত্রী রেবেকা সুলতানা সাজু (৬২) এবং মেয়ে কানিজ ফাতিমা চৈতী (৪০)। ৯ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারা। 

কাজী কেরামত আলী নিজেই এর সত্যতা নিশ্চিত করেছেন।  

তথ্য মতে, গত ২৪ মার্চ তার জ্বরসহ ঠান্ডা ও কাশির উপসর্গ দেখা যায়। এ অবস্থায় এমপি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ওইদিন বিকেলে রাজবাড়ী থেকে ঢাকায় যান। চিকিৎসকের পরামর্শে রাতে স্কয়ার হাসপাতালে ৩ জনই করোনার নমুনা পরীক্ষা করেন। পরদিন ২৫ মার্চ সকালে তাদের রিপোর্টে পজিটিভ আসে। ওইদিনই এমপি ও তার সহধর্মিণী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবং মেয়ে ২৭ মার্চ ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/154705/টিকা-নিয়েও-সপরিবারে-করোনা-আক্রান্ত-এমপি-কেরামত