আমি মমতার একজন সৈনিক মাত্র: লাভলী মৈত্র

আমি মমতার একজন সৈনিক মাত্র: লাভলী মৈত্র

আমি মমতার একজন সৈনিক মাত্র: লাভলী মৈত্র

পশ্চিমবাংলায় একুশের বিধানসভা নির্বাচনে জমে উঠেছে ভোটের প্রচার। ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মঙ্গলবার ভোটের প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী লাভলী মৈত্র।

ময়ুখ বসু, কলকাতা

পশ্চিমবাংলায় একুশের বিধানসভা নির্বাচনে জমে উঠেছে ভোটের প্রচার। ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মঙ্গলবার ভোটের প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী লাভলী মৈত্র। 

মঙ্গলবার প্রথম ভোট প্রচারে নেমে এলাকার মানুষের জন্য বার্তা দিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী লাভলী মৈত্র। তিনি বললেন, আমি মমতার সৈনিক। আমাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য কাজ করার জন্য। আমি আপনাদের পাশে থেকে সঙ্গে থেকে সারা বছর ধরে মানুষের সেবায় কাজ করতে চাই। এদিন ভোট  প্রচারের ময়দানে নেমেই তিনি সবার আগে রাজপুর বিপদতারিণি মন্দিরে পুজো দেন। 

এরপর স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের দেওয়াল লিখনেও হাত দেন তিনি। রঙ তুলি হাতে নিয়ে নিজের নামের পাশে ঘাসফুল প্রতীক চিহ্ন আঁকেন তিনি। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পর এদিনই প্রথম নিজের নির্বাচনী কেন্দ্রে পা রাখলেন লাভলী মৈত্র। বললেন, সকলের কাছে এসে খুব ভালো লাগছে। সকলের সঙ্গে থাকতে পেরে আনন্দ লাগছে। পাশাপাশি,  মন্দিরে পুজো দিতে পেরেও  ভালো লাগছে। এর আগেও আমি এই মন্দিরে মায়ের আর্শিবাদ নিতে এসেছিলাম, তবে এবারে একটু অন্য রকম আর্শিবাদ চাইলাম মায়ের কাছে।  আপনাদের সকলের পাশে থেকে যাতে আগামী  দিনে কাজ করতে পারি সেই আর্শিবাদ চেয়েছি মায়ের কাছে। তিনি বলেন, আমি আপনাদের ঘরের মেয়ে। তাই আপনাদের কাছেই ফিরে এসেছি। 

এই কেন্দ্রে শুধু আমি প্রার্থী নই, রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী মমতা ব্যানার্জি। তাই  আপনারা ভোট দেবেন মমতা ব্যানার্জিকে দেখেই। ভোট দেবেন ঘাসফুল প্রতীক চিহ্ন দেখেই। আমি শুধুমাত্র দিদির একজন সৈনিক। সেই সৈনিক হিসাবেই দিদির লড়াইয়ের ময়দানে নেমেছি।  আমাকে প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে শুধুমাত্র পাঠিয়েছেন তিনি। এদিন লাভলী মৈত্র বিজেপিকে আক্রমণ করে বলেন, ভারতীয় জমতা পার্টি শিল্পীদের প্রতি অসম্মান করেছে। 

তার বদলা নিতে হবে গণতান্ত্রিক উপায়েই। বাংলার শিল্পীদের সুখে দুঃখে সবসময়ই পাশে থেকেছেন একমাত্র মমতা ব্যানার্জিই। যখনই আমরা তাকে ডেকেছি, তখনই তাকে কাছে পেয়েছি।  আমরা বাংলার  উন্নয়নের ক্ষেত্রে ধর্ম দেখি না, জাতি দেখি না। আমরা ও আমাদের দলের নেত্রী সব সময়ই  চান সকলের জন্য উন্নয়ন। বাংলার মানুষের উন্নয়ন।  তাই এবারের লড়াই বাংলার সম্মানের লড়াই। এবারের লড়াই  বাংলা বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আমাকে সুযোগ দিয়ে আপনারা মমতার হাতকেই শক্ত করুন। 

বাংলাদেশ জার্নাল/নকি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/152491/আমি-মমতার-একজন-সৈনিক-মাত্র-লাভলী-মৈত্র