তানজানিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন

তানজানিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন

তানজানিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন

দুসপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে

জার্নাল ডেস্ক

আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (৬১) মারা গেছেন। হৃদযন্ত্রের জটিলতায় বুধবার দার-ইস-সালাম হাসপাতালে তার মৃত্যু হয়।

দেশটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, দুসপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে।

মাগুফুলি আফ্রিকার অন্যতম প্রধান করোন নিয়ে সংশয়বাদী ছিলেন এবং এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রার্থনা এবং গরম জলের ভাপ বা ভেষজ ওষুধ ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন।

তানজানিয়ার সংবিধান অনুসারে, ভাইস প্রেসিডেন্ট হাসান নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন এবং মাগুফুলির ৫ বছর মেয়াদের বাকি সময় তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। মাগুফুলি গত বছর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। 

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/153353/তানজানিয়ার-প্রেসিডেন্ট-মারা-গেছেন