ব্রাজিলে মৃত্যুর রেকর্ড

ব্রাজিলে মৃত্যুর রেকর্ড

ব্রাজিলে মৃত্যুর রেকর্ড

দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৫৯ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ লাখ ৯১ হাজার ৫৯০ জন।

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

ব্রাজিলে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনেই নতুন করে ১৯১০ জনের মৃত্যু হয়েছে। মাত্র একদিন আগেই ১৬৪১ জনের মৃত্যু হয়।

দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৫৯ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ লাখ ৯১ হাজার ৫৯০ জন।

ব্রাজিলের গণস্বাস্থ্য ইন্সটিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। মঙ্গলবার থেকেই দেশটিতে নতুন করে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এই ধারাবাহিকতা বুধবারও লক্ষ্য করা গেছে।

২১ কোটির বেশি জনসংখ্যার দেশটিতে দৈনিক গড়ে ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হচ্ছে।

এদিকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকেই ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে ব্রাজিল। চলতি বছরের শেষ নাগাদ পুরো দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/151804/ব্রাজিলে-মৃত্যুর-রেকর্ড