করোনা আক্রান্ত ১২ কোটি ছাড়াল

করোনা আক্রান্ত ১২ কোটি ছাড়াল

করোনা আক্রান্ত ১২ কোটি ছাড়াল

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী ভাইরাস করোনা প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। তবে এই মহামারির প্রকোপ কিন্তু এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। ফলে বেড়েই চলছে মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যা। অবশ্য সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭১ জনের এবং সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ৮৯১ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১২ কোটি ৪২ হাজার ৮৭ জন। মারা গেছেন ২৬ লাখ ৫৯ হাজার ১১৮ জন।

তবে করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ১৩৯ জন।

এখন পর্যন্ত এই মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন। মারা গেছেন ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন। মারা গেছেন ২ লাখ ৭৭ হাজার ২১৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন। মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো পড়ুন

করোনায় মৃত্যু সাড়ে ২৬ লাখ ছাড়াল

করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ১০১৪

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/152877/করোনা-আক্রান্ত-১২-কোটি-ছাড়াল