বইমেলায় ভাবনার কাব্যগ্রন্থ

বইমেলায় ভাবনার কাব্যগ্রন্থ

বইমেলায় ভাবনার কাব্যগ্রন্থ

এটি পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হবে। বইয়ে স্থান পেয়েছে মোট ৫০টি কবিতা।

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকের পাশাপশি সিনেমাতেও তাকে দেখা যায়। এতো ব্যস্ততা সামলে এই অভিনেত্রী বইও লিখেন। এর আগে, ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাসও প্রকাশিত হয়েছে তার। সেগুলো এখনও বেশ আলোচনায়।

সেই ধারাবাহিকতায় এবারও বইমেলায় নতুন বই নিয়ে হাজির হচ্ছেন ভাবনা। বইয়ের নাম ‘গোলাপী জমিন’। এটি নতুন উপন্যাস।

এছাড়া প্রথম কবিতার বই নিয়ে পাঠকদের সামনে আসছেন তিনি। তার বইয়ের নাম ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’। এটি পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হবে। বইয়ে স্থান পেয়েছে মোট ৫০টি কবিতা।

আশনা হাবিব ভাবনা বইটি নিয়ে বলেন, বইয়ে তিন বছর আগে লেখা কিছু কবিতা আছে আবার একদম নতুন কিছু কবিতাও আছে। আমি আমার অনুভূতিগুলো লিখতে চেয়েছি কাব্যের আশ্রয়ে। আশা করছি পাঠকদের কাছে তা উপভোগ্য হবে। প্রথম কবিতার বই নিয়ে আমার ভেতরে একটা উত্তেজনা কাজ করছে বলেও জানান জনপ্রিয় এই অভিনেত্রী। 

বাংলাদেশ জার্নাল/এমএস 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/153361/বইমেলায়-ভাবনার-কাব্যগ্রন্থ