মেট্রোরেলের প্রথম কোচ ঢাকার পথে

মেট্রোরেলের প্রথম কোচ ঢাকার পথে

মেট্রোরেলের প্রথম কোচ ঢাকার পথে

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

বহুল প্রতীক্ষিত উত্তরা-মতিঝিল মেট্রোরেলের প্রথম কোচ জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটা ও জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কোচটি বহনকারী জাহাজ যাত্রা শুরু করে।

কোচ নির্মাণকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী এপ্রিল নাগাদ জাহাজ মোংলা বন্দরে পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ সেট ট্রেনের প্রথম সেট হিসাবে এটি বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই চালানে ছয়টি কার বা বগি রয়েছে। এভাবে মোট ২৪ সেটে ১৪৪টি কার পৌঁছাবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘এপ্রিলেই ছয় বগির এই কোচ উত্তরায় পৌঁছাবে। ছয়টি কোচের একটি পরিপূর্ণ ট্রেন আসছে। এপ্রিল মাসের ২৩ তারিখে এটা পৌঁছাবে। ট্রায়ালের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার পর সিদ্ধান্ত নেব কবে পরীক্ষামূলক চলাচল শুরু করা যায়।’

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/151917/মেট্রোরেলের-প্রথম-কোচ-ঢাকার-পথে