জনপ্রিয় কাউন্সিলর গোলাম হায়দার মারা গেছেন

জনপ্রিয় কাউন্সিলর গোলাম হায়দার মারা গেছেন

জনপ্রিয় কাউন্সিলর গোলাম হায়দার মারা গেছেন

সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭ বার নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু (৬৯) মারা গেছেন। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকায় ইম্পালস হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে জনপ্রিয় কাউন্সিলর ছিলেন গোলাম হায়দার।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তিনি অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন জানান, বিকেলে মরদেহ চকবাজার জয়নগরের বাড়িতে আনা হবে। এশার নামাজের পর প্যারেড কর্নারে জানাজা হবে। এরপর হজরত মোল্লা মিছকিন শাহের (র.) দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন গোলাম হায়দার মিন্টু।  পরবর্তীতে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পর পর ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন। সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/153365/জনপ্রিয়-কাউন্সিলর-গোলাম-হায়দার-মারা-গেছেন