টিক্কা খানের সামরিক ফরমান প্রত্যাখ্যান

টিক্কা খানের সামরিক ফরমান প্রত্যাখ্যান

টিক্কা খানের সামরিক ফরমান প্রত্যাখ্যান

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

আজ ১৩ মার্চ। ১৯৭১ সালের আজকের এই দিনে সারা পূর্ব বাংলা সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ছিল উত্তাল। প্রতিদিনের মতো আজও ঢাকাসহ সারা দেশ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মিছিল ও সমাবেশে ছিল মুখরিত।

সামরিক ফরমান প্রত্যাখ্যান: জাতীয় পত্রিকার সংবাদ বলছে, এদিন সামরিক কর্তৃপক্ষের ১১৫ নম্বর মার্শাল ল আদেশ জারি হয়। সকল বেসামরিক কর্মচারীদের প্রতিরক্ষা খাত থেকে বেতন দেওয়া হয়। তাদেরকে ১৫ মার্চ সকালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, চাকরি থেকে বরখাস্তের হুমকিও দেওয়া হয়। এ ধরনের নির্দেশকে উসকানিমূলক বলে অভিহিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, ‘কোনও শক্তিই বাংলার জনগণের ঐক্যে ফাটল ধরাতে পারবে না।’

সামরিক নির্দেশ জারির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিবৃতি দেন। বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, ‘যখন আমরা সামরিক শাসন প্রত্যাহারের জন্য বাংলার জনগণের প্রচণ্ড দাবির কথা ঘোষণা করেছি, ঠিক তখন নতুন করে এ ধরনের সামরিক নির্দেশ জারি জনসাধারণকে উসকানি দেওয়ার শামিল।’

জেনারেল টিক্কার এ ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ সমগ্র জাতি প্রতিবাদ ও ক্ষোভে আরও দ্বিগুণ প্রতিরোধের প্রস্তুতি নেয়।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/152813/টিক্কা-খানের-সামরিক-ফরমান-প্রত্যাখ্যান