হরতাল নিয়ে সংবাদ সম্মেলনে আসছে হেফাজত

হরতাল নিয়ে সংবাদ সম্মেলনে আসছে হেফাজত

হরতাল নিয়ে সংবাদ সম্মেলনে আসছে হেফাজত

হেফাজতের হারতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

হরতালের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ হেফাজতে ইসলাম। রোববার (২৮ মার্চ)  দুপুরে রাজধানীর খিলগাঁওতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হেফাজতের সহপ্রচার সম্পাদক আতাউল্লাহ আমিনী। তিনি বলেন, সংবাদ সম্মেলনে হরতালসহ সার্বিক বিষয়ে হেফাজতের বক্তব্য তুলে ধরা হবে। আর কিছুক্ষণ পরে বায়তুল মোকাররমে আমাদের কর্মসূচি আছে।

রোববার (২৮ মার্চ) হেফাজতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এখন পর্যন্ত হরতালকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে হরতাল ডাকে হেফাজত। শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হেফাজতের হারতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন

চলছে হরতাল, সতর্ক অবস্থানে পুলিশ

রাজপথে হেলমেট বাহিনীকে দেখতে চাই না: মামুনুল

রোববার ঢাকায় বাস চলবে

হেফাজতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/154575/হরতাল-নিয়ে-সংবাদ-সম্মেলনে-আসছে-হেফাজত