বিজেপির ইশতেহার প্রকাশ

বিজেপির ইশতেহার প্রকাশ

বিজেপির ইশতেহার প্রকাশ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। রোববার বিকেলে কলকাতার সল্টলেকের ইজেডসিসি-থেকে ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’নামের ইশতেহার প্রকাশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ।

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। রোববার  বিকেলে কলকাতার সল্টলেকের ইজেডসিসি-থেকে ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’নামের ইশতেহার প্রকাশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। আনন্দবাজার।  

বিজেপি ক্ষমতায় আসলে কীভাবে পাঁচ বছরে সোনার বাংলা গড়বে তার রুটম্যাপ দিলেন অমিত শাহ। তিনি জানান, এই ইশতেহার উঠে এসেছে জনমত সমীক্ষা থেকেই। অমিত শাহের দাবি, অন্ধকার দূর হবে বিজেপির হাতেই, পরিবর্তনের পরিবর্তন এনে সোনার বাংলা গড়বেন তারা। 

বিজেপির নির্বাচনী ইশতেহারে যা রয়েছে, প্রধানমন্ত্রী কৃষকসম্মাননিধি দেওয়া হবে। একসঙ্গে বকেয়া টাকা মিলবে। প্রতিবছর ১০ হাজার টাকা দেওয়া হবে। প্রতিটি মৎস্যজীবীকে বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে। চালু হবে আয়ুষ্মান ভারত। ৭০ বছর দেশে আছেন এমন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে প্রথম ক্যাবিনেট বৈঠকে। গণপরিবহণে মেয়েদের কোনও অর্থ লাগবে না। প্রতিটি ভূমিহীন কৃষক বছরে ৪ হাজার টাকা পাবেন।

এছাড়া ইশতেহারে আছে, সত্যজিৎ রায় ইন্টারন্যাশাল অ্যাওয়ার্ড চালু হবে। বিধবা ভাতা দেওয়া হবে ৩ হাজার টাকা। দলিত আদিবাসীদের ছাত্রীদের ধাপে ধাপে টাকা দেওয়া হবে। ৫০০০ কোটি টাকার একটি ফান্ড হবে কৃষকদের জন্য। কৃষকের সন্তানকে শিক্ষা দেওয়া হবে বিনামূল্যে। দশ হাজার স্টার্ট আপ তৈরি হবে।

উল্লেখ্য, এর আগে বুধবার  সন্ধ্যায় কোলকাতার কালীঘাটে তৃণমূলের প্রধান কার্যালয় তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক ইশতেহার প্রকাশ  দলটির প্রধান মমতা ব্যানার্জি।

বাংলাদেশ জার্নাল/নকি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/153860/বিজেপির-ইশতেহার-প্রকাশ