শিক্ষক নিয়োগে কমলো আবেদন ফি

শিক্ষক নিয়োগে কমলো আবেদন ফি

শিক্ষক নিয়োগে কমলো আবেদন ফি

আগে প্রতিটি পদে আবেদনের জন্য ১৮০ টাকা করে নেয়া হলেও তা কমানো হচ্ছে। তৃতীয় চক্রে শিক্ষক নিয়োগে ১০০ টাকার বিনিময়ে...

প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন ফি কমছে। আগে প্রতিটি পদে আবেদনের জন্য ১৮০ টাকা করে নেয়া হলেও তা কমানো হচ্ছে। তৃতীয় চক্রে শিক্ষক নিয়োগে ১০০ টাকার বিনিময়ে প্রতিটি পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ হারেই তৃতীয় চক্রে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া পরিচালনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ। এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৫০০টাকার বিনিময়ে ১০টি আবেদনের সুযোগ দিতে কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের কাছে প্রস্তাব করেছিল এনটিআরসিএ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদন ফিয়ের সে হারে সন্তুষ্ট হয়নি টেলিটক। তাই ১০০ টাকা করে ফি নিয়ে প্রতিটি পদে আবেদন নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। টেলিটকের সাথে আলোচনা করে এ হার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যদিও প্রার্থীরা একটি নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে যত ইচ্ছে তত আবেদন করার সুযোগ দাবি করেছিলেন। তাদের মতে, ১৮০ টাকা করে আবেদন ফি অনেক বেশি। ২য় চক্রে শিক্ষক নিয়োগে এ হারে প্রতিটি পদে আবেদন ফি নেয়া হয়েছিল। প্রার্থীদের দাবি, তাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমান ফি নিয়ে সব পদে আবেদনের সুযোগ দেয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, ১৮০ টাকা প্রতিটি পদে আবেদন ফি আগে নেয়া হতো। সে ফি কমানো দাবি দীর্ঘদিনের। সে প্রেক্ষিতে আবেদন ফি কমানো হয়েছে। কয়েকমাস আগে এনটিআরসিএ ৫০০ টাকার বিনিময়ে ১০টি আবেদন নেয়ার প্রস্তাব করেছিল। কিন্তু কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটক তাতে আপত্তি জানায়। এখন তাদের সাথে আলোচনা করে প্রতিটি পদে আবেদন ফি ১০০ টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/152708/শিক্ষক-নিয়োগে-কমলো-আবেদন-ফি