করোনায় লেবাননে বাংলাদেশির মৃত্যু

করোনায় লেবাননে বাংলাদেশির মৃত্যু

করোনায় লেবাননে বাংলাদেশির মৃত্যু

লেবাননে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু হাওলাদার নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু...

প্রবাস ডেস্ক

লেবাননে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু হাওলাদার নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির মুকাল্লেছ এলাকায় নিজ কক্ষে তার মৃত্যু হয়।

জানা যায়, জীবিকার তাগিদে রাজু হাওলাদার ছয় বছর আগে লেবাননে আসেন। বৈধ ভাবে ‘আসমার উড’ নামে একটি কাঠের কোম্পানিতে কাজ করতেন তিনি। গত সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তার করোনা পরীক্ষা করে নিশ্চিত হন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

হাসপাতাল থেকে ফিরে বাসায় আসার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

পরে কোম্পানির সহায়তায় পুলিশ এসে তার মরদেহ হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর পর তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

রাজু হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়। তার বাবার নাম- নূর ইসলাম হাওলাদার। তার মৃত্যু খবরে নিজ এলাকাসহ তার পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/153228/করোনায়-লেবাননে-বাংলাদেশির-মৃত্যু