শনাক্ত ১২ কোটি ৬১ লাখ ছাড়াল

শনাক্ত ১২ কোটি ৬১ লাখ ছাড়াল

শনাক্ত ১২ কোটি ৬১ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী জোরদার ভাবে চলছে টিকাদান কার্যক্রম। তবুও এর প্রকোপ এখনো থামছে না।

জার্নাল ডেস্ক

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী জোরদার ভাবে চলছে টিকাদান কার্যক্রম। তবুও এর প্রকোপ এখনো থামছে না। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১২ কোটি ৬৭ লাখ ২ হাজার ২২৯ জন এবং মারা গেছেন ২৭ লাখ ৭৯ হাজার ৭৬৯ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭৭০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮ লাখ ৫৩ হাজার ৩২ জন এবং মারা গেছেন ৫ লাখ ৬১ হাজার ১৪২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৭ হাজার ৩২৩ জন, মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৩২৬ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯৫ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৩৭৩ জন, মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২৭৫ জন এবং সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লাখ ৯২ হাজার ৮৪৯ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৮৩০ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৬৫১ জন।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/health/coronavirus/154452/শনাক্ত-১২-কোটি-৬১-লাখ-ছাড়াল