সব ছাই করে নিভল ঝুটের গুদামের আগুন

সব ছাই করে নিভল ঝুটের গুদামের আগুন

সব ছাই করে নিভল ঝুটের গুদামের আগুন

আগুনে ঝুটসহ গুদামে থাকা অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণও জানা যায়নি।

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের সুলতান মার্কেট এলাকার একটি ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মনি ফ্যাশন নামে ঝুট গুদামটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুই বছর আগে বন্ধ হয়ে যাওয়া মনি ফ্যাশন নামে ঝুট গুদামটি চালুর সিদ্ধান্ত নেয় একটি চীনা প্রতিষ্ঠান। তুলা ও সুতা উৎপাদন করতে সেখানে বিপুল ঝুট গুদামজাত করা হয়।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কারখানার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে ঢাকা (সাভার) ইপিজেড, জয়দেবপুর ও ডিবিএল স্টেশন থেকে বাহিনীটির সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

তাদের পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত ডাম্পিং করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুনে ঝুটসহ গুদামে থাকা অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণও জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আয়তন বাড়ানোর জন্য গুদামটির পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ছিটকে পড়া আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর আগুন লাগার আসল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/153725/সব-ছাই-করে-নিভল-ঝুটের-গুদামের-আগুন