আরো দুইদিন ঝড়ো বৃষ্টির শঙ্কা

আরো দুইদিন ঝড়ো বৃষ্টির শঙ্কা

আরো দুইদিন ঝড়ো বৃষ্টির শঙ্কা

আগামী দুই দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

জার্নাল ডেস্ক

আগামী দুই দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে রাজধানীতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুকনো থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, রোববার বিকেল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে বৃষ্টির ধারা ধীরে ধীরে কমে আসবে। আগামী দুই দিন ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানান তিনি।

এদিকে, শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/152884/আরো-দুইদিন-ঝড়ো-বৃষ্টির-শঙ্কা