চাঁদপুরে চার হাজার কেজি জাটকাসহ আটক ৬

চাঁদপুরে চার হাজার কেজি জাটকাসহ আটক ৬

চাঁদপুরে চার হাজার কেজি জাটকাসহ আটক ৬

চাঁদপুরে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৪২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ৬ পাচারকারীকে আটক করা হয়।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

চাঁদপুরে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৪২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ৬ পাচারকারীকে আটক করা হয়।

রোববার মধ্যরাতে শহরের কালীবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ১২ কেজি জাটকাসহ পিকআপভ্যান ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পরে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানায় কোস্টগার্ড।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে অপর এক অভিযানে হরিণা নৌফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে বহরিয়া এলাকায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন হরিণা নৌফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম। এ সময় মেঘনা নদীর পাড়ে কলাগাছের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা অসহায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জাটকা নিধন রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা নদীতে টহল দেওয়ার পাশাপাশি জাটকা পরিবহন রোধেও কাজ করে যাচ্ছি। কোনো অবস্থাতেই নদীতে জাটকা নিধন করতে দেওয়া হবে না।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/153005/চাঁদপুরে-চার-হাজার-কেজি-জাটকাসহ-আটক-৬