করোনায় মৃত্যু ২৬ লাখ ছাড়াল

করোনায় মৃত্যু ২৬ লাখ ছাড়াল

করোনায় মৃত্যু ২৬ লাখ ছাড়াল

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৮০৪ জন।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী ভাইরাস করোনা প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। তবে এই মহামারির প্রকোপ কিন্তু এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। ফলে মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যা ক্রমেই দীর্ঘ হচ্ছে। তবে ইতিবাচক খবর হচ্ছে, সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৭৮ জনের।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন। মারা গেছেন ২৬ লাখ ২৩ জন।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৮০৪ জন।

এ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। মারা গেছেন ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ১০ হাজার ৫৮০ জন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ জন। মারা গেছেন ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, শনাক্ত ৫৪০

টিকা নিয়েছেন ৩৬ লাখেরও বেশি মানুষ

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/152136/করোনায়-মৃত্যু-২৬-লাখ-ছাড়াল