উইঘুর নির্যাতন: চীনের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা

উইঘুর নির্যাতন: চীনের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা

উইঘুর নির্যাতন: চীনের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়।

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়। বিবিসি, রয়টার্স। 

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বন্দীশিবিরগুলোয় লাখ লাখ উইঘুর মুসলিমকে আটকে রেখেছে শি জিনপিং প্রশাসন। সেখানে বন্দীদের ওপর নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোসহ যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। চীন এগুলোকে ‘সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুন:শিক্ষণ কেন্দ্র’ হিসেবে দাবি করে থাকে।

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন - তাতে চারজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা ও তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন করা হয়েছে। তাদের মধ্যে জিনজিয়াং প্রদেশের পুলিশ প্রধান চেন মিঙ্গোউ-ও রয়েছেন। এর পরপরই ইউরোপিয়ান ইউনিয়নের দশ ব্যক্তি ও চারটি সংস্থার ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর মানুষের সঙ্গে চীনের আচরণ ‘মৌলিক মানবাধিকারের সবচেয়ে আতঙ্কজনক লঙ্ঘন’। উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণকে গণহত্যা হিসেবে বিবেচনা করে কানাডা ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জিনজিয়াং-এর পরিস্থিতি যে গণহত্যা তা সম্পর্কে ওয়াকিবহাল। সেখানে চীনের আচরণ মানবতাবিরোধী অপরাধের শামিল।

বাংলাদেশ জার্নাল/নকি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/153980/উইঘুর-নির্যাতন-চীনের-বিরুদ্ধে-পশ্চিমাদের-নিষেধাজ্ঞা