রোহিঙ্গাদের ভোটার করায় কক্সবাজারে ৩ কাউন্সিলর গ্রেপ্তার

রোহিঙ্গাদের ভোটার করায় কক্সবাজারে ৩ কাউন্সিলর গ্রেপ্তার

রোহিঙ্গাদের ভোটার করায় কক্সবাজারে ৩ কাউন্সিলর গ্রেপ্তার

রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক ৩ কাউন্সিলরকে গ্রেপ্তার...

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক ৩ কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলাম।

রোববার ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

শরীফ উদ্দীন জানান, বর্তমান ও সাবেক এই তিন জনপ্রতিনিধি দায়িত্ব পালনকালে অনৈতিকতার আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের ভোটার করেছে বলে তথ্য পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে মামলা করা হয়। পরে আজ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/154582/রোহিঙ্গাদের-ভোটার-করায়-কক্সবাজারে-৩-কাউন্সিলর-গ্রেপ্তার