কলমি লতার ফুল থেকে ৫টি ছড়া

কলমি লতার ফুল থেকে ৫টি ছড়া

কলমি লতার ফুল থেকে ৫টি ছড়া

কলমি লতার ফুল।

অন্যান্য

জার্নাল ডেস্ক

দিনকাল

ধান হতে চাল হয় চাল হতে ভাত, বিল থেকে মাছ আসে খাই ভরে পাত।

মাছে ভাতে বেঁচে থাকি বল বাড়ায় শাকে, বিকেল বেলা খেলতে যাই ফিরি মায়ের ডাকে।

পানকৌড়ি

বিলের মাঝে খুঁটির উপর পানকৌডড়ি চুপচাপ, ছোট একটা মাছ হলে খেয়ে নিবে টুপটাপ।

পেট যদি ভরে যায় উড়ে যাবে আকাশে, বিকেল বেলায় ঠিকঠাক ফিরে যাবে আবাসে।

ভিমরুল

আতা গাছের মগডালে বাসা বানায় ভিমরুলে, বাসার উপরে খেয়ালে ভিমরুল থাকে ঝুলে।

ভিমরুলে কামড়ালে ব্যাথা হয় বেশি , করিনা তার সাথে খুব রেশারেশি।

গাঁয়ের ছবি

তিলের ফুলে ভোমরা নাচে সরিষাতে মৌ মাছি, মাঠের ভেতর দামাল ছেলে খেলছে কানামাছি।

ছেলে মেয়ে একসাথে সব বউচি খেলার তালে, কাঠবিড়ালী দেখছে তাদের ঘুরে গাছের ডালে।

বড়ই কুড়ানো

দাদুর বড়ই গাছে বাদুড় রাতে আসে, টুপটাপ বড়ই পরে নীচের সবুজ ঘাসে।

আমরা সবাই সকাল বেলা উঠি, বড়ই কুড়াই অনেক মজা লুঠি।

শহীদ

কুকুরকে ধাওয়া করছে  একটি বিড়াল

বন্দুক কাঁধে পাখি শিকার করছে মানুষ

জলজ কুমিরকে  পাহারা দিচ্ছে রোদ

একজন এতিম, প্রতিশোধে পিতার কাঁধে তুলে দিচ্ছে সন্তানের খাটিয়া

আমরা শহীদের লাশ নিয়ে  কারবালার দিকে যাচ্ছি মুক্তির পিপাসায় রান্না করছি মৃত্যু!

প্রচ্ছদ ও অলংকরণ: সুলাইমান সাদী। মূল্য: ১০০ টাকা। প্রকাশনি: একুশে বাংলা অমর একুশে বইমেলা-২০২১

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/152007/কলমি-লতার-ফুল-থেকে-৫টি-ছড়া