তাপমাত্রা আরও কমবে

তাপমাত্রা আরও কমবে

তাপমাত্রা আরও কমবে

মঙ্গলবার নাগাদ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

তীব্র তাপদাহের এক সপ্তাহ পর অবশেষে দেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আগামী দুয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঢাকায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার নাগাদ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এদিকে ঢাকা, ফরিদপুর, চাঁদপুর, রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

বাংলাদেশ জার্নাল/এমএস 

 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/154690/তাপমাত্রা-আরও-কমবে