বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি পৌঁছে ১৩ ঘণ্টা পর: হাইকোর্ট

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি পৌঁছে ১৩ ঘণ্টা পর: হাইকোর্ট

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি পৌঁছে ১৩ ঘণ্টা পর: হাইকোর্ট

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে দেশত্যাগ করলেন তা জানতে চান হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠি ১৩ ঘণ্টা পর ইমিগ্রেশেনে (অভিবাসন) পৌঁছে। ফলে পিকে হালদার বিদেশ যাওয়ার সুযোগ পান। 

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এমন মন্তব্য করেন।

তবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ সময় আদালতে বলেন, বিদেশ যেতে নিষেধাজ্ঞা-সংক্রান্ত চিঠি যথাসময়েই পাঠানো হয়েছে। এখানে দুদকের কোনো গাফিলতি ছিল না।

পিকে হালদারকাণ্ডে জড়িত ‘আনান কেমিকেল’ নামে একটি প্রতিষ্ঠানের আবেদনের শুনানির সময় আদালত এ তথ্য দেন। ইন্টারনেটের যুগে চিঠি পাঠাতে এত সময় ব্যয় হওয়ার কড়া সমালোচনাও করেন আদালত। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী শুনানি করেন।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে দেশত্যাগ করলেন তা জানতে চান হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য ১৫ মার্চ ধার্য আছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/152699/বিদেশ-যাত্রায়-নিষেধাজ্ঞার-চিঠি-পৌঁছে-১৩-ঘণ্টা-পর-হাইকোর্ট