২ ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত

২ ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত

২ ডোজ টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত

লুই জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার টিকা নিয়েছিলেন।

জার্নাল ডেস্ক

দুই ডোজ টিকা নেওয়ার পরও চীনে করোনা আক্রান্ত হয়েছেন লুই নামে এক ব্যক্তি। গত ১৪ ফেব্রুয়ারির পর দেশটিতে এটিই প্রথম স্থানীয় সংক্রমণের ঘটনা।

জানা গেছে, লুই জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার টিকা নিয়েছিলেন।

চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক মহামারি বিশেষজ্ঞ জেং গুয়াং জানান, টিকা শতভাগ সুরক্ষা দেয় না। এটি ‘পুরোপুরি নিরাপদের’ চেয়ে ‘তুলনামুলক নিরাপদ’। তবে এ ক্ষেত্রে জনসাধারণের দেশের তৈরি করোনা টিকার বিষয়ে সংশয় থাকা উচিত নয়।

‘করোনার তীব্র সংক্রমণ প্রতিরোধে চীনের তৈরি টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। আর সার্বিকভাবে এর সুরক্ষার মাত্রা ৭০ শতাংশের বেশি।’

চীন এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি টিকার উন্নয়ন করেছে। তবে লুই কোন টিকা নিয়েছিলেন তা জানাননি জেং গুয়াং।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/153739/২-ডোজ-টিকা-নেয়ার-পরও-করোনায়-আক্রান্ত