দ. আফ্রিকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

দ. আফ্রিকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

দ. আফ্রিকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

দক্ষিণ আফ্রিকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছেন প্রবাসীরা...

প্রবাস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছেন প্রবাসীরা।

রোববার (২৮ মার্চ) সকাল ১০টায় জোহানসবার্গের মেফিয়ার ব্রি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ পরিষদের আয়োজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মো. আলী হোসেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মমিনুল হক। সিনিয়র সহসভাপতি আনিস রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এই বিশাল আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোহানার্সবাগের মেয়র জেফ মাকুবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন দক্ষিণ আফ্রিকার কাউন্সিলর খালেদা বেগম।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি শুরু হয় সকাল ১০টায়। দুপুর ২টা পর্যন্ত চলে শিশু-কিশোরদের খেলাধুলা। দুপুর ২টায় খাবার বিতরণ করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হয় আলোচনা সভা ও নবগঠিত কমিটির পরিচিত। পুরস্কার বিতরণের পর মো. কাওসারের পরিচালনায় নাটক মঞ্চস্থ হয়। এরপর গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযান অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া আ.লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/154919/দ.-আফ্রিকায়-স্বাধীনতার-সুবর্ণজয়ন্তী-পালন