লেবাননে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

লেবাননে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

লেবাননে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে লেবাননে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন...

প্রবাস ডেস্ক

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে লেবাননে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে দূতাবাস হলরুমে অনুষ্ঠান করা হয়।

‘মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি’ এই শ্লোগানে লেবাননস্থ বাংলাদেশ দূতাবাস এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান সূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ ও আলোচনা।

দিবসটির শুরুতেই দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি।

আলোচনা সভায় দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন- জাপানে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/153350/লেবাননে-বঙ্গবন্ধুর-জন্মবার্ষিকী-উদযাপন