মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ শ্রমিক আটক

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ শ্রমিক আটক

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ শ্রমিক আটক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ...

প্রবাস ডেস্ক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।

দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণকাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান ও ১২ বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশপ্রধান নুরজাইনি মোহাম্মদ নুর বলেছেন, করোনার বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ বিদেশিকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছে করোনার পরীক্ষার কাগজও নেই।

এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।

আরও পড়ুন- দ. আফ্রিকায় গুলিতে নিহত বাংলাদেশির জানাজা সম্পন্ন

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/151447/মালয়েশিয়ায়-১২-বাংলাদেশিসহ-৪৯-শ্রমিক-আটক