শেখ হাসিনাকে চিঠিতে যা বললেন ইমরান খান

শেখ হাসিনাকে চিঠিতে যা বললেন ইমরান খান

শেখ হাসিনাকে চিঠিতে যা বললেন ইমরান খান

এর আগে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ইমরান খানকে। মহামারি করোনায় আক্রান্ত ইমরান খানের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তিনি।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্ভাব্য দ্রুততম সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ইমরান খান। বৃহস্পতিবার চিঠিটি এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ইমরান খানকে। মহামারি করোনায় আক্রান্ত ইমরান খানের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তিনি।

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, একই ইতিহাস, একই বিশ্বাস, আর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থ অভিন্ন হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান বিশেষ মূল্য দেয়।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনির্মাণে দুই দেশের মানুষের প্রত্যাশা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।

ইমরান খান বলেন, শতবর্ষ উৎসব এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের স্মরণ করিয়ে দেয় দুই দেশের জনগণের মধ্যে পুনর্মিত্রতা ও বন্ধুত্বের দূরদর্শী চিন্তাকে। যা পাকিস্তান ও বাংলাদেশের নেতারা সযত্নে লালন করেছিলেন।

ইমরান লিখেছেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে আমাদের বিদ্যমান বন্ধনকে আরো মজবুত করতে চাই। দুই দেশের জনগণের ভবিষ্যৎ সম্পর্কিত হওয়ায় পরবর্তী প্রজন্মের জন্য আমরা নতুন কিছু করতে চাই।

দুই দেশের জনগণের আরো ভালো ভবিষ্যৎ এবং দুই দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইমরানের শুভেচ্ছা

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/154460/শেখ-হাসিনাকে-চিঠিতে-যা-বললেন-ইমরান-খান