তাসকিনের ব্রেক থ্রুর পর রুবেলের জোড়া আঘাত

তাসকিনের ব্রেক থ্রুর পর রুবেলের জোড়া আঘাত

তাসকিনের ব্রেক থ্রুর পর রুবেলের জোড়া আঘাত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল...

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে মুখোমুখি হয়েছে দুই দল।

৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দলে পরিবর্তন একটি। ফিরেছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।  বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

সফরে টানা তৃতীয় ম্যাচে টস হারলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আগের দুই ম্যাচে ফিল্ডিং নিলেও এবার ব্যাটিং নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

খেলার শুরুতে প্রথমে হেনরি নিকোলসকে বিদায় করে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে নিকোলস খেলেন ২১ বলের ১৮ রানের ইনিংস। পরে আরেক ওপেনার মার্টিন গাপটিলকে ২৬ রানে বিদায় করেন রুবেল হোসেন। নিজের পরের ওভারেই ইনজুরি কাটিয়ে ফেরা রস টেইলরকেও ফেরান রুবেল। একাদশে ফেরা এই ডানহাতি পেসারের অফসাইডের বাইরের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন গাপটিল। কিন্তু বল ব্যাট ছুঁয়ে জমা হয় মিড-অনে থাকা লিটন দাসের তালুতে।

নিজের পরের ওভারে ফের আঘাত হানেন রুবেল। ওভারের চতুর্থ বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন টেইলর। কিন্তু মিড উইকেটে থাকা মোস্তাফিজ ক্যাচটি দুই হাত লাগিয়েও ধরতে পারেননি। তবে ওভারের শেষ বলে অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন।  টেইলর করেন ১৪ বলে ৭ রান।

এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভারে নিউ জিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২ রান। টম ল্যাথাম ও ডেভন কনওয়ে দুই জনই ৭ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মেহদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়েন, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/154336/তাসকিনের-ব্রেক-থ্রুর-পর-রুবেলের-জোড়া-আঘাত