৯ ঘণ্টা পর জালে আটকালো মোস্তাকিমের নিথর দেহ

৯ ঘণ্টা পর জালে আটকালো মোস্তাকিমের নিথর দেহ

৯ ঘণ্টা পর জালে আটকালো মোস্তাকিমের নিথর দেহ

মধুমতি বাওড়ের ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় মোস্তাকিমসহ তিন শিশু গোসল করতে নামে। কিন্তু দুই শিশু উঠে গেলেও মোস্তাকিম আর উঠে আসেনি।

বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু মোস্তাকিম (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। ৯ ঘণ্টা পর শুক্রবার রাত ১০টা ২০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান। নিহত মোস্তাকিম কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে।

ওসি জানান, শুক্রবার দুপুরে মধুমতি বাওড়ের ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় মোস্তাকিমসহ তিন শিশু গোসল করতে নামে। কিন্তু দুই শিশু উঠে গেলেও মোস্তাকিম আর উঠে আসেনি।

পরে স্থানীয়রা মধুমতি বাওরে অনেক খোঁজা-খুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করলেও ওই শিশুকে খুঁজতে ব্যর্থ হয়।

পরে স্থানীয় জেলেরা জাল ফেলে শিশুটিকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে ৯ ঘণ্টা পর রাতে মোস্তাকিমের দেহ জালে আটকা পরে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/152812/৯-ঘণ্টা-পর-জালে-আটকালো-মোস্তাকিমের-নিথর-দেহ