কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণাত ছুটে যায়। পরে তাদের সঙ্গে যুক্ত হয়ে আরো চার ইউনিট। এই আট ইউনিটের সাথে স্থানীয়রাও সহায়তা করছেন।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯টার দিকে সেখানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুনের ঘটনা ঘটে থাকে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এর আগে দুই বছর পূর্বে অগ্নিকাণ্ডে হাসিনা মার্কেটের তিন শতাধিক দোকান পুড়ে যায়। একটি চক্র এই মার্কেটে আগুন ধরিয়ে দেয় বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা অভিযোগ করেন।

মার্কেটের ব্যবসায়ী ইয়াসিন আরাফাত জুয়েল বলেন, আমাদের এখানে একটা খাবারের দোকান ছিল। এই আগুন কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলা যাচ্ছে না। তবে কমপক্ষে ৪০-৫০টি দোকান পুড়েছে। এখানে গোডাউন, খাবার হোটেল, মরিচের মিল, বিকাশের দোকান, সেলুন - এসব।

ফায়ার সার্ভিসের অপারেশন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আমাদের কাছে আগুন লাগার খবর আসে ৯টা ৮ মিনিটে। আমাদের ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আসে ৯টা ১৫ মিনিটে। পরবর্তী মোট ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। ১০টার সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

বাংলাদেশ জার্নাল/এইচকে/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/151306/কারওয়ান-বাজারের-আগুন-নিয়ন্ত্রণে