কিশোরী বিয়ে, তদন্ত শুরু হয়েছে পাক এমপির বিরুদ্ধে
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
কিশোরী বিয়ে, তদন্ত শুরু হয়েছে পাক এমপির বিরুদ্ধে
পাকিস্তানে ১৬ বছরের কম বয়সী কিশোরীদের বিয়ে আইন বহির্ভূত।
জার্নাল ডেস্ক১৪ বছরের কিশোরী বিয়ে করার অভিযোগ পাকিস্তানের সংসদ সদস্য মাওলানা সালাহউদ্দিন আয়্যুবির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
পাকিস্তানে ১৬ বছরের কম বয়সী কিশোরীদের বিয়ে আইন বহির্ভূত।
সালাহউদ্দিন পাকিস্তানের বেলুচিস্তানের সংসদ সদস্য। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মনোনীত জনপ্রতিনিধি তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, কিশোরীর বয়স থেকে প্রায় ৪ গুণ বেশি বয়সী ওই সংসদ সদস্যের বিয়ে নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এ ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর স্থানীয় প্রশাসন ঘটনা তদন্তের উদ্যোগ নেয়। তবে ওই কিশোরীর বাবা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন।
ওই কিশোরীর জন্ম ২০০৬ সালের ২৮ অক্টোবর বলে জানা গেছে।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/150974/কিশোরী-বিয়ে-তদন্ত-শুরু-হয়েছে-পাক-এমপির-বিরুদ্ধে