মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সেনাপন্থীদের হামলা
মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর সেনাপন্থীদের হামলা
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গনে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের ওপর হামলা চালিয়েছে সামরিক বাহিনীর সমর্থকরা। বৃহস্পতিবার সামরিক জান্তার সমর্থকরা ছুরি, মুগুর ও গুলতি নিয়ে বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
আন্তর্জাতিক ডেস্কমিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গনে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের ওপর হামলা চালিয়েছে সামরিক বাহিনীর সমর্থকরা। বৃহস্পতিবার সামরিক জান্তার সমর্থকরা ছুরি, মুগুর ও গুলতি নিয়ে বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রয়টার্স।
১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই মিয়ানমারের পরিস্থিতি অশান্ত হয়ে আছে। অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি নভেম্বরের সাধারণ নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার পর থেকেই কারচুপির অভিযোগ করে আসছিল সামরিক বাহিনী। এরপর অভ্যুত্থান ঘটিয়ে সু চিসহ তার দলের অধিকাংশ নেতৃবৃন্দকে আটক করে কারবন্দি করে রেখেছে তারা।
তারপর থেকে গত তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন দেশটিতে সামরিক অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ হচ্ছে। বৃহস্পতিবারও ইয়াঙ্গনে এ ধরনের একটি প্রতিবাদের ডাক দিয়েছিল শিক্ষার্থীরা।
কিন্তু অভ্যুত্থান বিরোধীদের সমাবেশ শুরু হওয়ার আগেই সামরিক বাহিনীর প্রায় এক হাজার সমর্থক ইয়াঙ্গনের কেন্দ্রস্থলে জড়ো হয়। তাদের অনেকে ফটোগ্রাফারদের, গণমাধ্যম কর্মীদের হুমকি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে নগরীর কেন্দ্রস্থলের বিভিন্ন অংশে ধাক্কাধাক্কি থেকে আরও গুরুতর সহিংসতা শুরু হয়। বৃহস্পতিবার সামরিক জান্তার সমর্থকরা ছুরি, মুগুর ও গুলতি নিয়ে বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গণমাধ্যমে আসা ছবিতে সামরিক বাহিনীর কিছু সমর্থকের হাতে ছুরি ও মুগুর দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারীদের মধ্যে কিছু লোক পাথর ও গুলতি ছুড়েছেন আর একদল লোক বেশ কয়েকজনকে মারধর করেছেন।
ভিডিও ফুটেজ দেখা গেছে, সামরিক বহিনীর বেশ কিছু সমর্থক, তাদের একজনের হাতে ছুরি, নগরের কেন্দ্রস্থলে একটি হোটেলের সামনে এক ব্যক্তিকে আক্রমণ করছেন। হামলাকারীরা চলে যাওয়ার পর ফুটপাতে পড়ে থাকা ওই ব্যক্তিকে জরুরি বিভাগের কর্মীরা সাহায্য করেন, তার পরবর্তী অবস্থা জানা যায়নি।
আন্দোলনকারী থিন জার শুন লেই য়ি রয়টার্সক বলেন, ‘আজকের ঘটনা দেখিয়েছে কারা সন্ত্রাসী। গণতন্ত্রের জন্য জনগণের নেওয়া পদক্ষেপে ভীত তারা। একনায়কতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাব আমরা।’
সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ ও আইন অমান্য আন্দোলনের ধর্মঘটের কারণে প্রায় স্থবির হয়ে আছে মিয়ানমার, এখন এ সহিংসতা দেশটিতে উদ্বেগ আরও বাড়িয়ে তুলবে। এর আগে ইয়াঙ্গনের প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটগুলো বন্ধ করে দিয়েছিল পুলিশ। এর মাধ্যমে ভেতরে থাকা কয়েকশত শিক্ষার্থীকে বাইরে এসে বিক্ষোভ দেখানো বন্ধ করে তারা। কথিত ‘হোয়াইট কোট বিপ্লবের’ অংশ হিসেবে বৃহস্পতিবার চিকিৎসকদেরও একটি প্রতিবাদ আয়োজনের কথা আছে।
বাংলাদেশ জার্নাল/নকি
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/151098/মিয়ানমারে-বিক্ষোভকারীদের-ওপর-সেনাপন্থীদের-হামলা