শেষ ষোলোতে ম্যানইউর প্রতিপক্ষ এসি মিলান

শেষ ষোলোতে ম্যানইউর প্রতিপক্ষ এসি মিলান

শেষ ষোলোতে ম্যানইউর প্রতিপক্ষ এসি মিলান

টুর্নামেন্টে একবারও চ্যাম্পিয়ন হয়নি এসি মিলান। তবে ২০১৭ সালে শিরোপার স্বাদ পেয়েছিল ইউনাইটেড। ইউরোপা লিগের মাধ্যমে ম্যানইউর হয়ে খেলা মিলান ফরোয়ার্ড জ্বলাতান ইব্রাহিমোভিচকে ২০১৮ সালের পর আবারও দেখা যাবে ওল্ড ট্রাফোর্ডে।

স্পোর্টস ডেস্ক

ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শেষ ষোলর ড্র সম্পন্ন করা হয়েছে। সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে বসেছিল এই ড্র অনুষ্ঠান। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার। অন্যদিকে ইতালিয়ান সিরি আ’তেও একই অবস্থানে রয়েছে মিলান।

টুর্নামেন্টে একবারও চ্যাম্পিয়ন হয়নি এসি মিলান। তবে ২০১৭ সালে শিরোপার স্বাদ পেয়েছিল ইউনাইটেড। ইউরোপা লিগের মাধ্যমে ম্যানইউর হয়ে খেলা মিলান ফরোয়ার্ড জ্বলাতান ইব্রাহিমোভিচকে ২০১৮ সালের পর আবারও দেখা যাবে ওল্ড ট্রাফোর্ডে।

এদিকে ইংলিশ দল আর্সেনালের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার খেলবে ক্রোয়েট দল ডায়নামো জাগরেবের বিপক্ষে। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল খেলবে ইউক্রেনের ডায়নামো কিয়েভের বিপক্ষে। নরওয়ের ক্লাব মোল্ডের মুখোমুখি হবে আরেক স্প্যানিশ দল গ্রানাডা। সূচি নির্ধারণ না হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে দুই লেগের ম্যাচগুলো ১১ থেকে ১৮ মার্চের মধ্যে মাঠে গড়াবে।

বাংলাদেশ জার্নাল/টিআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/151213/শেষ-ষোলোতে-ম্যানইউর-প্রতিপক্ষ-এসি-মিলান