বই-খাতা বাঁধাই করেই কেটে গেলো ৬৫ বছর
বই-খাতা বাঁধাই করেই কেটে গেলো ৬৫ বছর
বয়স যখন ১৩ কী ১৪, তখন থেকেই বিভিন্ন বই খাতা বাঁধাইয়ের দোকানে কাজ করে আসছেন তিনি...
বাংলাদেশ
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী প্রতিনিধিরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার জুরান মোল্লারপাড়া গ্রামে মো. বশির উদ্দিনের বসবাস। বর্তমান বয়স তার ৯০ এর কাছাকাছি। বয়স যখন ১৩ কী ১৪, তখন থেকেই বিভিন্ন বই খাতা বাঁধাইয়ের দোকানে কাজ করে আসছেন তিনি।
বই ও খাতা বাঁধাইয়ের কাজ তিনি পুরোটাই হাতে করে থাকেন। কাজ করতে করতে কখন যে তার কাজের বয়স ৬৫ বছর পেড়িয়ে গেছে তা তিনি বুঝেই উঠতে পারেনি।
স্ত্রী, তিন ছেলে ও এ মেয়েকে নিয়ে তার সংসার। মেয়েকে বিয়ে দিয়েছেন। তিন ছেলেকে নিয়ে এখনও তিনি তার একত্রিত সংসারের হাল বেয়ে যাচ্ছেন। আর ছেলেরাও বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আছেন।
এ বয়সেও তিনি হাল ছারেননি সংসারের। তার জীবন-সংসার কেমন কাটছে জানতে চাইলে বলেন, আল্লাহ মোটামুটি ভালোই চালাচ্ছে।
৯০ বছর বয়সে এখনো গোয়ালন্দ থেকে ২০ কিলোমিটার দূরে ট্রেনে এসে একটি স্টেশনারির দোকানে দিন সাড়ে তিনশ' টাকায় বই ও খাতা বাঁধাইয়ের কাজ করেন। এক দোকানেই প্রায় ২৫ বছর ধরে এ কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিদিন বিকালে কাজ শেষ করে ট্রেনে বাড়ি ফিরে যান।
কারো সাথে তিনি বাড়তি কোনো ধরণের কথাও বলেন না। কেউ কিছু জানতে চাইলে তখন কথা বলেন। নিজ থেকে সবসময় নিশ্চুপ থাকতে দেখা যায় তাকে।
স্টেশনারি দোকানের একটি কোণে বসে সারাদিন তিনি নিরলস কাজ করেন। এই বয়েসেও শরীরে নেই কোনো ক্লান্তি। খলিফা পট্টির ইকবাল স্টেশনারি এন্ড বুক বাইন্ডিং নামে রাজবাড়ী জেলা শহরের একটি দোকানে তিনি বর্তমানে কাজ করছেন।
দোকানের মালিক রফিকুল আলম শান্ত বলেন, বশির উদ্দিন নামে এই বৃদ্ধ লোকটি প্রায় ২৫ বছর ধরে তার এ দোকানে নতুন-পুরান ও বিভিন্ন ধরণের খাতা বাইন্ডিং করছেন। এখানে তাকে প্রতিদিন ৩৫০ টাকা মজুরি দেয়া হয়। তবে তার আচার ভালো হওয়ায় এবং কাজ ভালো করার কারণে এতো বছর তিনি এখানে কাজ করতে পারছেন। তিনি যতদিন কাজ করতে চান, এখানে করতে পারবেন।
বাংলাদেশ জার্নাল/এসকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/150872/বই-খাতা-বাঁধাই-করেই-কেটে-গেলো-৬৫-বছর