এমটিবি সিকিউরিটিজসহ তিন ব্রোকারকে জরিমানা
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
এমটিবি সিকিউরিটিজসহ তিন ব্রোকারকে জরিমানা
ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ এমটিবি সিকিউরিটিজসহ তিন ব্রোকারকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অর্থ-বাণিজ্য
জার্নাল ডেস্কঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ এমটিবি সিকিউরিটিজসহ তিন ব্রোকারকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্য প্রতিষ্ঠান দুটি হচ্ছে-নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড।
সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লংঘনের কারণে তাদেরকে এই জরিমানা করা হয়েছে।
বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান তিনটির মধ্যে এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা এবং নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/150960/এমটিবি-সিকিউরিটিজসহ-তিন-ব্রোকারকে-জরিমানা