ভারতে কি করোনার 'সেকেন্ড ওয়েভ' চলছে?

ভারতে কি করোনার 'সেকেন্ড ওয়েভ' চলছে?

ভারতে কি করোনার 'সেকেন্ড ওয়েভ' চলছে?

ভারতে করোনাভাইরাস মহামারির 'সেকেন্ড ওয়েভ' বা দ্বিতীয় ধাক্কা আঘাত হানতে চলেছে, এই আশঙ্কার মধ্যে সরকার টিকাকরণের গতি বাড়ানোসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাস মহামারির 'সেকেন্ড ওয়েভ' বা দ্বিতীয় ধাক্কা আঘাত হানতে চলেছে, এই আশঙ্কার মধ্যে সরকার টিকাকরণের গতি বাড়ানোসহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। বিবিসি। 

মহারাষ্ট্র, কেরালা-সহ বেশ কয়েকটি রাজ্যে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আচমকাই হু হু করে বাড়ছে - এবং এখন নতুন করে লকডাউন জারি করা কিংবা ট্রেন-প্লেনের সফরে কড়া বিধিনিষেধ আরোপের কথাও ভাবতে হচ্ছে।

ভারতে নতুন করে কোভিড পজিটিভ কেস বাড়ার ঘটনাকে বিশেষজ্ঞরা সবাই অবশ্য এখনই 'সেকেন্ড ওয়েভ' বলতে রাজি নন। তবে মানুষের ঢিলেঢালা মনোভাব এবং ভাইরাসের মিউটেটেড কিছু প্রজাতিই হয়তো এর জন্য দায়ী বলে তারা অনেকে মনে করছেন।

বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৩ হাজার ৭৪২ জন নতুন রোগী শনাক্ত হয়। এদিন মারা গেছেন ১০৪ জন। গত দুই সপ্তাহে এটাই সর্বোচ্চ দৈনিক মৃত্যু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে, বিশেষ করে ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়া প্রতিরোধে কঠোর যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা ‍বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা পরিস্থিতি আরো নজুক করে তুলতে পারে।”

করোনাভাইরাসের নতুন যে দুইটি ধরন ব্রাজিল, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে বেশ আগেই ভারতেও তা ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে ছত্তিসগড়, গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বাড়ছে। অথচ ওই সব রাজ্যে রোগ শনাক্তের পরীক্ষা এক কথায় বলতে গেলে ব্যর্থ বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্নাটক, তামিল নাড়ু এবং পশ্চিমবঙ্গেও রোগী বাড়ছে।

গত সপ্তাহে ভারতের ৩৬টি রাজ্যের একতৃতীয়াংশেই দৈনিক শনাক্ত ১০০ ছাড়িয়েছে। তারমধ্যে কেরালা এবং মহারাষ্ট্রে দৈনিক শনাক্ত চার হাজারের বেশি।

ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির যোদ্ধাদের দ্রুত টিকার আওতায় আনতে বলেছে। দেশটিতে এখন পর্যন্ত মাত্র এক কোটি ১০ লাখ মানুষ টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ পেয়েছেন। সরকার আগামী অগাস্টের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।

বাংলাদেশ জার্নাল/নকি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/150962/ভারতে-কি-করোনার-সেকেন্ড-ওয়েভ-চলছে