করোনাভাইরাস মোকাবেলায় কেরালায় রাজ্য বিপর্যয় ঘোষণা
করোনাভাইরাস মোকাবেলায় কেরালায় রাজ্য বিপর্যয় ঘোষণা
কলকাতা প্রতিনিধিতিন জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের জেরে রাজ্য বিপর্যয় ঘোষণা করেছে ভারতের কেরালা সরকার। কেরালার মুখ্যমন্ত্রীর নির্দেশে কেরালা রাজ্য প্রশাসন এই পদক্ষেপ করেছে।
কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এই কথা জানিয়ে বলেন, রাজ্য বিপর্যয় ঘোষণার পাশাপাশি আমরা চাইছি প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে । করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে এখনও পর্যন্ত কেরালায় অন্তত ২,২৩৯ জন চিকিৎসাধীন। তার মধ্যে ৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন। এই তৃতীয় ব্যক্তিও চীনের উহানে গিয়েছিলেন। সেখান থেকেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।
উল্লেখ্য, ভারতে যে ক’য়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে তারা সবাই কেরালার বাসিন্দা। এদের সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের অবস্থা স্থিতিশীল এবং ২৪ ঘণ্টা এদের মেডিকেল পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এমএ/
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/106328/করোনাভাইরাস-মোকাবেলায়-কেরালায়-রাজ্য-বিপর্যয়-ঘোষণা