বইমেলায় বিধান চন্দ্র পালের কবিতাগ্রন্থ ‘স্বদেশ’

বইমেলায় বিধান চন্দ্র পালের কবিতাগ্রন্থ ‘স্বদেশ’

বইমেলায় বিধান চন্দ্র পালের কবিতাগ্রন্থ ‘স্বদেশ’

অমর একুশে গ্রন্থমেলায় প্রথম দিন থেকেই প্যাভেলিয়ন-১ এর আগামী প্রকাশনীর স্টলে থাকছে বিধান চন্দ্র পালের নতুন কবিতাগ্রন্থ ‘স্বদেশ’। এই গ্রন্থে কবির নানা কবিতায় দেশকে জানার উদাত্ত আহ্বান যেন প্রকাশিত হয়েছে বারেবারেই। কবিতার মাধ্যমে স্বদেশ-চেতনাবোধ ও স্বদেশভাবনাকে নানান দৃষ্টিকোণ থেকে কবিতার মাঝে দিয়ে উপস্থাপন করেছেন কবি। 

কবি, আবৃত্তিশিল্পী, উপস্থাপক, লেখক, গবেষক, প্রশিক্ষক, সংগঠক, সমাজ ও পরিবেশ উন্নয়নকর্মী এমন নানা পরিচয়ে পরিচিত বিধান চন্দ্র পাল। অথচ বয়স চল্লিশের কোঠা এখনও পার হয়নি। কবিতার প্রতি ভালোলাগা, সেই ভালোলাগা থেকে প্রেম সেই শিশুকাল থেকেই। স্কুলজীবন থেকেই তিনি কবিতা লেখেন। এখন পর্যন্ত তার চারটি কবিতাগ্রন্থ প্রকাশিত ও বিভিন্ন পরিসরে সমাদৃত হয়েছে। একটি গ্রন্থ ইংরেজি ভাষায় রূপান্তরও করা হয়েছে। এছাড়া আগামী প্রকাশনী থেকে প্রকাশিত তার দুটি কবিতা গ্রন্থ অবলম্বন করে ওপার বাংলার আবৃত্তিশিল্পীদের আবৃত্তিতে কলকাতায় দু’টি আবৃত্তি অ্যালবামও প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরিসূত্রে জড়িত রয়েছেন। এছাড়া তিনি দেশে ও দেশের বাইরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে অবদান রেখে যাচ্ছেন।

এমএ/   

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/literature-and-culture/106048/বইমেলায়-বিধান-চন্দ্র-পালের-কবিতাগ্রন্থ-স্বদেশ