ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
করোনাভাইরাস: ৩৭১১ জনকে নিয়ে পুরো জাহাজ কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস: ৩৭১১ জনকে নিয়ে পুরো জাহাজ কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস: ৩৭১১ জনকে নিয়ে পুরো জাহাজ কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্তের পর সংক্রমণের আশঙ্কায় ৩ হাজার ৭১১ যাত্রীকে বহনকারী একটি ক্রুজ জাহাজকে আলাদা করে রেখেছে জাপান। যাত্রীদের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্তের পর সংক্রমণের আশঙ্কায় ৩ হাজার ৭১১ যাত্রীকে বহনকারী একটি ক্রুজ জাহাজকে আলাদা করে রেখেছে জাপান। যাত্রীদের মধ্যে ভাইরাস সংক্রমিত হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানায়, ২০ জানুয়ারি ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ভ্রমণ করেছেন এমন এক যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৮০ বছর বয়সী ওই যাত্রী গত ২৫ জানুয়ারি হংকং যাওয়ার পর তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তাই জাহাজটি কোয়ারেন্টাইন করে অন্য যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করছে জাপান।

কার্নিভাল জাপান পরিচালিত ক্রুজ জাহাজটি সোমবার ইয়োকোহামায় ফিরে এসেছিল। রয়টার্সের খবরে বলা হয়েছে, এটি আগমনকালে আলাদা করে রাখা হয়েছিল।

জাহাজটিতে মোট ২ হাজার ৬ শ ৬৬ জন যাত্রী এবং ১ হাজার ৪৫ জন ক্রু মেম্বার রয়েছে বলে জানায় বিজনেস ইনসাইডার।

সোমবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ২০ জন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে এ ভাইরাসে এখনো কারো মৃত্যু হয়নি।

এদিকে, চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪২৫ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইন ও হংকংয়ে একজন করে মারা গেছে।

ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/106313/করোনাভাইরাস-৩৭১১-জনকে-নিয়ে-পুরো-জাহাজ-কোয়ারেন্টাইনে