সপ্তাহজুড়ে ৬৬% বহুজাতিকের দর বেড়েছে
সপ্তাহজুড়ে ৬৬% বহুজাতিকের দর বেড়েছে
শেয়ার বাজার
জার্নাল ডেস্কবিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে ৮টি বা ৬৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটির ১২.৩ শতাংশ দর বেড়েছে। ইবিএল সিকিউরটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে লাফার্জহোলসিম সর্বশেষ ৫০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
গ্লাক্সেস্মিথক্লাইনের ৪.৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বশেষ এক হাজার ৭৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
বিএটিবিসি ৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটি সর্বশেষ এক হাজার ৭৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সু’র ২.৫ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৫ শতাংশ, লিন্ডে বিডির দশমিক ৪ শতাংশ, ম্যারিকোর ২.৬ শতাংশ ও রেকিট বেনকিজারের ২.৪ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমার তালিকায় রয়েছে গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, আরএকে সিরামিক ও সিঙ্গারবিডি।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/stock-market/105897/সপ্তাহজুড়ে-৬৬-বহুজাতিকের-দর-বেড়েছে