ভোট গ্রহণের চাইতে ফলাফল প্রকাশে সময় বেশি

ভোট গ্রহণের চাইতে ফলাফল প্রকাশে সময় বেশি

ভোট গ্রহণের চাইতে ফলাফল প্রকাশে সময় বেশি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৮ ঘণ্টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, সেখানে ভোটের ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে ১০ ঘণ্টারও বেশি

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৮ ঘণ্টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, সেখানে ভোটের ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে ১০ ঘণ্টারও বেশি।

শনিবার  সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এদিনও বরাবরের মতো ভোটগ্রহণে ৮ ঘণ্টা সময় নির্ধারিত থাকলেও  ফলাফল প্রকাশে সাধারণত ধরাবাধা কোনো নিয়ম নেই।

শনিবারের দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভোটের হার যথাক্রমে ২৯ শতাংশ ও ২৫ দশমিক ৩০ শতাংশ। নির্বাচনে ভোটার উপস্থিতি এতো কম থাকার পরও ভোটের ফলাফল প্রকাশে ১০ঘণ্টারও বেশি সময় নিয়েছেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

বিকাল সাড়ে ৪টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উত্তর সিটির ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। এরপর রাত প্রায় পৌনে ৩ টার দিকে সম্পূর্ণ ফলাফল প্রকাশ করেন রিটার্নিং অফিসার।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/105895/ভোট-গ্রহণের-চাইতে-ফলাফল-প্রকাশে-সময়-বেশি