ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে ঢাকার দোহার নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীরা সোমবার বেলা ১১ টায় র‌্যালি ও মানববন্ধন করেছে নবাবগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে। মানববন্ধন থেকে আগামী ১০ জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানান হয়।

শিক্ষার্থীরা জানায়, গত ২১ জানুয়ারি এন.মল্লিক পরিবহনের সাথে  মোটর সাইকেলের সংঘর্ষে আহত হয় প্রথম বর্ষের কলেজ ছাত্র মো. ফাহিম ও হাসিব চৌধুরী। সোমবারের মানববন্ধন থেকে এই দুজনের সুচিকিৎসা ও গাড়ির চালক হেলপারকে আইনের আওয়তায় নিয়ে আসার দাবি জানানো হয়। এসময় সড়কে যানজট তৈরি হলে প্রশাসনের পক্ষ থেকে  তাদের অনুরোধ করা হলে তারা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা  পরিষদ চেয়ারম্যান  ও থানার ওসি বরাবর স্বারকলিপি প্রদান করে।

কলেজ ছাত্রলীগ সভাপতি দিপ্ত দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, বান্দুরা নবাবগঞ্জ ঢাকা আঞ্চলিক সড়কে চলাচলরত এন.মল্লিক.দ্রুত পরিবহন ও যমুনা বাস সার্ভিস প্রাইভেট লিঃ এর চালক,হেলপাররা বিভিন্ন ছাত্র,শিক্ষকদের সাথে খারাপ  আচরণ করে। যা খুবই দুঃখজনক।

আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাত্রদের দাবি নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের সাথে আলোচনার আশ্বাস দিলে তারা কলেজে ফিরে যায়।

এ বিষয়ে এন মল্লিক পরিবহনের চেয়ারম্যান নার্গিস মল্লিক বলেন, একটি মহল কলেজের নিরীহ শিক্ষার্থীদের উসকে দিয়ে আমার পরিবহনের সুনাম ক্ষুন্ন করতে চাচ্ছে। আমার বাস ছাত্রদের বিনামূল্যে যাতায়াত সুবিধা দিয়ে আসছে। কোন ছাত্র আহত হয়েছে আমার জানা নেই। তবে কোনো ছাত্র যদি আহত হয়ে থাকে তার চিকিৎসায় দেখভাল করবো। কলেজ কর্তৃপক্ষকে ওই ছাত্রের সুনির্দিষ্ট নাম ঠিকানার বিষয়ে আমাদের সহযোগিতার অনুরোধ করছি।  এছাড়া চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএ/

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/106201/নিরাপদ-সড়কের-দাবিতে-শিক্ষার্থীদের-মানববন্ধন