করোনাভাইরাস: চীনের রাস্তায় রাস্তায় মরা কুকুর বিড়াল
করোনাভাইরাস: চীনের রাস্তায় রাস্তায় মরা কুকুর বিড়াল
কুকুর বিড়াল থেকে করোনাভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কা থেকে তাদের পোষা প্রাণীদের হত্যা করছে চীনা নাগরিকরা। সেখানকার রাস্তায় এসব পোষা প্রাণী মরে পড়ে থাকতে দেখা গেছে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ককুকুর বিড়াল থেকে করোনাভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কা থেকে তাদের পোষা প্রাণীদের হত্যা করছে চীনা নাগরিকরা। সেখানকার রাস্তায় এসব পোষা প্রাণী মরে পড়ে থাকতে দেখা গেছে।
ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, এই ভাইরাস মোকাবেলায় উর্ধতন কর্তৃপক্ষের আদেশের পর নাগরিকদের পোষা প্রাণীগুলোকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ৫ দিনের সময় বেঁধে দিয়ে বলা হয়ে অন্যথায় কর্তৃপক্ষ এ ব্যপারে ব্যবস্থা নিবে।
আক্রান্তদের থেকে এসব পোষা প্রাণীদের মাঝে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দাবি করেছে যে বিড়াল বা কুকুরের মধ্যে ভাইরাসের সংক্রমণ হওয়ার কোনও প্রমাণ এখনো তারা পায়নি। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া একটি নোট প্রচার করছে। তাতে লেখা আছে, কুকুর ও বিড়ালের মতো অন্যান্য পোষাপ্রাণী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
দৈনিক সান প্রতিবেদনে জানিয়েছে, চীন থেকে এমন কিছু ছবি পাওয়া গেছে যা মর্মান্তিক। কুকুর-বিড়ালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায়।
রোববার প্রকাশিত সচিত্র ওই প্রতিবেদনে বলা হচ্ছে, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের তিয়ানজিন নামক শহরে একটি আবাসিক এলাকার রাস্তায় মরে পড়ে আছে একটি পোষা কুকুর। যার গোটা শরীর রক্তাক্ত। বহুতল ভবন থেকে পোষা ওই প্রাণীটিকে কেউ ছুড়ে ফেলে দিয়েছে। সাংহাই শহরেও দেখা গেছে এমন চিত্র। শহরের এক রাস্তায় একসঙ্গে পাঁচটি পোষা বিড়াল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে থাকতে দেখা গেছে। করোনাভাইরাস আতঙ্কে মানুষ তার প্রিয় পোষা প্রাণীগুলোকে ঘর থেকে বের করতে এভাবেই ছুড়ে ফেলে দিচ্ছে রাস্তায়। মর্মান্তিক এমন ছবি দেশটিতে ছড়িয়ে পড়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ডা. লি লানজুয়ান নামের এক চিকিৎসক দাবি করেন, যদি পোষা প্রাণীগুলো ভাইরাসে সংক্রমিত হয়েই থাকে তাহলে তাদেরও একাকী নির্জন স্থানে রাখা উচিত।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/106033/করোনাভাইরাস-চীনের-রাস্তায়-রাস্তায়-মরা-কুকুর-বিড়াল