বিএসএফ’র গুলিতে নিহত কিশোরের লাশ উদ্ধার

বিএসএফ’র গুলিতে নিহত কিশোরের লাশ উদ্ধার

বিএসএফ’র গুলিতে নিহত কিশোরের লাশ উদ্ধার

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের নাগেশ্বরীর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে ওই কিশোর জামালের (২১) বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি।

নিহত জামাল নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মন্ত্রীর চর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহাদৎ।

ওই দিন ভোররাতে ভারত থেকে গরু আনতে গেলে জামালকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। গুলিবিদ্ধ জামালকে তার পরিবারের লোকজন উদ্ধার করে মামলা এড়ানোর ভয়ে লুকিয়ে রাখে। পরে বিকেলে জামালের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি।

তবে জামালের পরিবারের দাবি, বিএসএফের গুলিতে গুরুত্ব আহত জামালকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


সৈকত/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2Ui2y0n