যাত্রীবোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ৮১
যাত্রীবোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ৮১
যাত্রীবোঝাই ট্রাকটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার যাত্রীবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে উল্টে গেলে এর এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮১ জন। হতাহতদের অধিকাংশই অভিবাসী এবং তারা উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন বলে জানা যায়।
অভিবাসন বোঝাই ট্রাকটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যাবার পথে মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশের সান আন্দ্রেস টুক্স্টলা শহরের কাছে ওই দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। দুর্ঘটনায় একজন নিহত এবং আরো ৮১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আর গর্তে পড়ার পর ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে বলেও জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।
মেক্সিকোর ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে জানায়, ট্রাকের যাত্রীদের বেশিরভাগই সেন্ট্রাল আমেরিকার দেশ গুয়াতেমালার বাসিন্দা। বাকিরা হুন্ডুরাসের নাগরিক।
মেক্সিকো সরকার সেন্ট্রাল আমেরিকা থেকে অভিবাসীদের ঢল ঠেকাতে কঠোর নীতি গ্রহণ করেছে যা নিয়ে তাদের বারবার সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। উন্নত জীবনের আশায় গুয়েতামালা ও হুন্ডরাসসহ সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরা মেক্সিকো পাড়ি জমায়। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে গিয়ে অনেকে নানা দুর্ঘটনায় অকালে মারা যান। তাছাড়া মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উদ্বাস্তু শিবিরগুলোতে বন্দি থাকা অভিবাসীদের সংখ্যাও নেহাত কম নয়। তারপরও তাদের আমেরিকায় পাড়ি জমানোর আকাঙ্খা কমে না।
এসব অভিবাসীরা যাতে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে এজন্য মেক্সিকো সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। ফলে অভিবাসীদের মার্কিন মুলুকে প্রবেশ ঠেকাতে সে দেশের পুলিশ ও সীমান্ত রক্ষীদের কড়া নির্দেশ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
এমএ/
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/106322/যাত্রীবোঝাই-ট্রাক-উল্টে-নিহত-১-আহত-৮১