আবর্জনার ফাঁদে তলিয়ে যাওয়া শিশুটি এখনও নিখোঁজ
আবর্জনার ফাঁদে তলিয়ে যাওয়া শিশুটি এখনও নিখোঁজ
জার্নাল ডেস্করাজধানীর কদমতলীর ডি এন্ড ডি প্রজেক্টের খালে পড়ে নিখোঁজ আশা মনিকে এখনও উদ্ধার করা যায়নি। শিশুটির খোঁজে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
জানা যায়, শনিবার বিকেলে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশুটি।
শিশুটির মামা মো. মোশাররফ বলেন, বাসার পাশেই একটি খালি প্লট। শিশুরা সেখানে বিকেলে খেলাধুলা করে। তার পাশেই খালটি। শনিবার বিকেলে খেলতে গেলে বল খালে পড়ে যায়। সেখানে খেলতে যাওয়া অন্য শিশুরা বলেছে, বলটি তুলতে আশামণি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।
মোশাররফ জানান, শিশুটির খোঁজ না পেয়ে মা–বাবার পাগলপ্রায়। গত দুদিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে খুঁজছে। তবে অভিযোগ রয়েছে, শিশুটিকো খোঁজায় গা-ছাড়া ভাব রয়েছে কর্মীদের।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গত শনিবার বিকেল চারটায় খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারের চেষ্টায় রয়েছে। রোববার সারাদিন খোঁজ করে শিশুটিকে পাননি তারা। সোমবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কার্যক্রম।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/106051/আবর্জনার-ফাঁদে-তলিয়ে-যাওয়া-শিশুটি-এখনও-নিখোঁজ