লন্ডনে হামলাকারীর পরিচয় প্রকাশ
লন্ডনে হামলাকারীর পরিচয় প্রকাশ
দক্ষিণ লন্ডনের স্ট্রিথহ্যামে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম সুদেশ আম্মান।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কদক্ষিণ লন্ডনের স্ট্রিথহ্যামে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম সুদেশ আম্মান।
সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০ বছর বয়সী আম্মান চলতি বছরের জানুয়ারি মাসে জেল থেকে ছাড়া পেয়েছিলেন।
বিবিসি'র খবরে বলা হয়, পুলিশ বলছে সুদেশ আম্মান সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জেলে ছিলেন। প্রায় এক সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছেন তিনি। ছাড়া পাবার পরপরই আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে স্ট্রিথহ্যাম মহাসড়কে ছুরি নিয়ে কয়েকজন পথচারীর ওপর হামলা চালান সুদেশ। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন।
পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, এ হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছেন। পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে ঘোষণা করেছে পুলিশ।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/106032/লন্ডনে-হামলাকারীর-পরিচয়-প্রকাশ