তিন টেস্টের দল দেবে বিসিবি, অনিশ্চয়তায় মুশফিক

তিন টেস্টের দল দেবে বিসিবি, অনিশ্চয়তায় মুশফিক

তিন টেস্টের দল দেবে বিসিবি, অনিশ্চয়তায় মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুল হককে বাংলাদেশের পরবর্তী তিন টেস্টের অধিনায়ক করা হচ্ছে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের দল শিগগিরই ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন,  তিন টেস্টের জন্য মুমিনুল হককে অধিনায়ক করা হচ্ছে এবং ১৪ সদস্যের দল গঠন করা হচ্ছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আগামী রবিবার দল ঘোষণা করা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এ কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেব।’

এদিকে হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে না পাওয়ার শঙ্কার কথা জানিয়ে রেখেছেন মিনহাজুল আবেদীন।

‘মুশফিক ইনজুরিতে। হ্যামস্ট্রিং ইনজুরিতে বিসিএল খেলা হচ্ছে না তার। সে যদি সুস্থ হতে পারে এবং বিসিএলের দ্বিতীয় রাউন্ড খেলতে পারে তাহলে তাকে আমরা দলে নেব। ফিটনেস টেস্ট পাশ করে তাকে টেস্ট দলে থাকতে হবে।’

রোববার দল ঘোষণার কথা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে দল রওনা হবে মঙ্গলবার। চলমান বিসিএলের প্রথম রাউন্ডের পারফরম্যান্সও মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন নির্বাচক।

‘আমরা বিসিএলের পারফরম্যান্সও কাউন্ট করব। তবে অভিজ্ঞতাকে অবশ্যই মূল্যায়ন করব। শেষ সিরিজে যারা দলে ছিল তাদেরও সুযোগ দেব।’

মুমিনুল হককে অধিনায়ক করার বিষয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আগের দুটো টেস্টের মতো আগামী তিন টেস্টেও মুমিনুলের হাতে অধিনায়কের দায়িত্ব থাকবে। আমরা ওর উপরই ভরসা রাখছি।’

পাকিস্তানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেছেন, ‘ওখানকার কন্ডিশন কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামেই পড়তে হবে।’


ঢাকা/ইয়াসিন/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/31kE1Jp